পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৩ কোম্পানির নগদ ও বোনাস লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং ইসলমী ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,ফেডারেল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
ইসলামী ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস