মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে গত বছর হীরার বৈশ্বিক উত্তোলন খাতে স্থবিরতা নেমে আসে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ এ সংকট আরো উসকে দেয়। তবে চলতি বছর ঘুরে দাঁড়াতে শুরু করেছে উত্তোলন। বছর শেষে অমসৃণ হীরার বৈশ্বিক উত্তোলন ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটি জানায়, ২০২০ সালে মহামারী দেখা দেয়ার পর নিম্নমুখী প্রবণতা দেখা দেয় হীরা উত্তোলনে। ওই বছর উত্তোলন ১৯ দশমিক ৪ শতাংশ কমে ১১ কোটি ১৪ লাখ ক্যারেটে নেমে আসে। তবে চলতি বছর বৈশ্বিক উত্তোলন ওই বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১ কোটি ২৯ লাখ ৯০ হাজার ক্যারেটে উন্নীত হতে পারে। প্রধান দেশগুলোর মধ্যে বতসোয়ানা, কানাডা ও অ্যাঙ্গোলায় লক্ষ্যণীয় মাত্রায় পুনরুদ্ধার ঘটবে বলে জানায় গ্লোবাল ডাটা।
সানবিডি/এনজে