৬ শতাংশ বেড়েছে বৈদেশিক সহায়তা: অর্থমন্ত্রী

আপডেট: ২০১৬-০১-২৫ ১৯:৩১:৫৭


muhit-loan_90547চলতি অর্থবছরের (২০১৫-২০১৬) ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক সহায়তার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এ সময় আবুল মাল আবদুল মুহিত জানান, গত ২০১৪-২০১৫ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১৫০১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরে একই সময়ে প্রাপ্ত মোট বৈদেশিক সহায়তার পরিমাণ ১৫৯২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী সংসদকে আরো জানান, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ ২৯৮ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। আর ঋণ সহায়তার পরিমাণ পরিমাণ ১২৯৩ দশমিক ৫৭ মিলিয়ন মার্কিন ডলার।

সানবিডি/ঢাকা/রাআ