উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে বাংলাদেশ ও উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময়ের বিষয় ছিল ‘বাংলাদেশ ও উজবেকিস্তান: আইসিটি সহযোগিতা প্রসারের সম্ভাবনা’। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আইসিটি বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আইসিটি খাতের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উজবেকিস্তান এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আদখাম ইকরামভ। সভায় দুই দেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয় এবং এই খাতে বিনিয়োগ ও বাণিজ্যসহ উন্নয়ন ও বিকাশে যৌথভাবে কাজ করার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে এ সময় উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও উজবেকিস্তান দীর্ঘ পরীক্ষিত বন্ধু।’
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তাসখন্দে এক সরকারি সফরে রয়েছেন ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির, বর্তমান সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ই-ক্যাব’র সভাপতি শমী কায়সার, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক লিয়াকত আলী লিয়াকত, ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকটনিক্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ, ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা ও দোহাটেক নিউ মিডিয়ার প্রেসিডেন্ট এ কে এম সামসুদ্দোহা প্রমুখ।
এএ