বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদরোগ সচেতনতা কর্মসূচী চালু করেছে। এই কর্মসূচির আওতায় শিশুর হৃদরোগ চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল ঢাকা-এর পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুন এর মাধ্যমে শিশুর হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে হসপিটালটি। কর্মসূচী চলাকালীন এই অপারেশনটির আনুসাঙ্গিক খরচ বাবদ নির্ধারিত প্যাকেজের মূল্য ৭০,০০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও বিশেষ অফার হিসেবে থাকছে, ২,২০০ টাকায় ইকোকার্ডিওগ্রাফি-এবং ফ্রি কন্সালটেশন। চলতি মাসের ৪ তারিখে শুরু হওয়া এই কর্মসূচী চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এই কর্মসূচী নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলোজি কনসালটেন্ট ও কোঅরডিনেটর ডাঃ তাহেরা নাজরীন বলেন, “জনসাধারণের জন্য শিশুর হৃদরোগ সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষ্যে এমন একটি কর্মসূচীর অংশীদার হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দেশের মানুষকে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল সর্বদা বদ্ধ পরিকর।” বিজ্ঞপ্তি
এএ