আলজেরিয়ার নামা প্রদেশে রোববার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
নামা প্রদেশের আল-মাশরিয়াহ জেলায় মহাসড়কে একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৯ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলে একটি পণ্যবাহী ট্রেইলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন।
কয়েক মাসের ব্যবধানে দেশটিতে বেশ কয়েকটি এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আলজেরিয়ান নিউ এজেন্সি জানায়, গত এক সপ্তাহে দেশটিতে সহস্রাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এসব দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং দেড় হাজার মানুষ আহত হয়েছেন।
সানবিডি/ এন/আই