বিমানবন্দরে দ্রুত আরটিপিসিআর মেশিন স্থাপনের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এ বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, সময় মতো কর্মস্থলে ফিরতে না পেরে অনেকেই চাকরি হারিয়েছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
প্রবাসীদের অভিযোগ, গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দেশের তিন বিমানবন্দরে স্থাপন হয়নি আরটিপিসিআর ল্যাব। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ল্যাব স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা।
আন্দোলনকারীরা আরও বলেন, উগান্ডা, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই শর্ত পূরণ করলেও বাংলাদেশ তা পারেনি। এই ব্যর্থতা দেশের জন্য অসম্মান বয়ে আনছে বলেও জানান প্রবাসীরা।
এএ