তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোজোটের সেনাবাহিনী প্রস্থানের পর তালেবান ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার গঠন করলেও বিমানবন্দর পরিচালনা করতে তালেবান কাতার ও তুরস্কের সহায়তা চেয়েছে। কারণ, বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের কাছে এই মুহূর্তে যোগ্য লোকবল নেই।
তালেবানের এই আহ্বানে সাড়া দিয়েছে কাতার, তুরস্কও সংযুক্ত আরব আমিরাত কাবুলের বিমানবন্দর পুনরায় চালু করেছে। তবে বিমানবন্দরের পরিপূর্ণ দায়িত্ব নিতে শর্ত জুড়ে দিয়েছে কাতার।
এ ব্যাপারে আরব নিউজের খবরে বলা হয়েছে, তালেবানসহ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে `সুস্পষ্ট চুক্তি' ছাড়া বিমানবন্দরের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি রোববার কাবুলে আসেন। তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
আল আরাবিয়ার খবর অনুসারে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তাসহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করছে মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, বিমানবন্দর পরিচালনায় তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন।
সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া, আরব নিউজ