ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম।সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এ নিয়ে টানা তিন কার্যদিবসে পাম অয়েলের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনে মন্দার আশঙ্কা এবং চলতি মাসের প্রথমার্ধে ঊর্ধ্বমুখী রফতানি দাম বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বাজার আদর্শ পাম অয়েলের নভেম্বরে সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ৬১ শতাংশ বা ৭০ রিঙ্গিত বেড়েছে। অধিবেশনের মাঝামাঝি বিরতিতে প্রতি টন পাম অয়েলের দাম উঠেছে ১ হাজার ৬০ ডলার ৮৬ সেন্ট পর্যন্ত।
সানবিডি/এনজে