এক সপ্তাহ আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের লেনদেন শুরু করে এল সালভাদর।এই লেনদেনের শুরু থেকেই নানা জটিলতার মুখোমুখি হয় দেশটি। এখন পর্যন্ত ভার্চুয়াল এ মুদ্রা নিয়ে সিস্টেমেটিক সমস্যায় জর্জরিত কেন্দ্রীয় আমেরিকার দেশটি।
এ ব্যাপারে এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘চিভো’ নামে একটি ডিজিটাল ওয়ালেট চালু করেছিল এল সালভাদর। তবে সিস্টেমটি প্রায়ই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকে। অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে এমনটা হতে পারে বলছেন সংশ্লিষ্টরা।
বিটকয়েনের লেনদেন উৎসাহিত করতে সরকার প্রত্যেক হিসাবধারীকে ৩০ ডলারের বিটকয়েন বোনাস দিয়েছে। এ বোনাস নেয়ার জন্য হিসাব খোলার হিড়িক পড়ে গেছে। অনেকেই ওয়ালেটটি ডাউনলোড করতে সক্ষম হলেও লেনদেন করতে পারছেন না।
সানবিডি/এনজে