সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৬৯ বারে ১৭ লাখ ৬৮ হাজার ৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শমরিতা হসপিটালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩৮ বারে ১০ লাখ ২ হাজার ১১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪২৭ বারে ৩৫ লাখ ১৬ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা পাওয়ারের ৮.১৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.০৯ শতাংশ, ইবনে সিনার ৭.৯৭ শতাংশ, বাটা সু’র ৭.৪৪ শতাংশ, মুন্নু সিরামিকের ৭.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.১৪ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.২৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস