কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার খুতবায় আজান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপর দেড়টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদুল খানের ছেলে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে সাপ্তাহিক বয়ান শেষে মোয়াজ্জিন খুতবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে বিভক্তি (সুন্নি ও রেজভি) দেখা দেয়। এ সময় রেজভি ভক্তরা দাবি করেন, মসজিদের বাইরে খুতবার আজান দিতে হবে। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।
৭ নম্বর বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, জুমার নামাজের খুতবার পর আজান দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়।
বাঙ্গরা বাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত ) মো. ফারুক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এএ