পদ্মবিভূষণ রজনীকান্ত, পদ্মশ্রী প্রিয়াঙ্কা
প্রকাশ: ২০১৬-০১-২৭ ১০:২০:৩৩

ভারত সরকারের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার পদ্ম পাচ্ছেন দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রজনীকান্ত পাচ্ছেন পদ্মবিভূষণ। আর পদ্মশ্রী পাচ্ছেন প্রিয়াঙ্কা।
বলিউড অভিনেতা অজয় দেবগনও পাচ্ছেন পদ্মশ্রী। তিনি ২০১১ সালে পদ্মশ্রীতে ভূষিত হন।
চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য পদ্ম পুরস্কারে এবারের নির্বাচিতদের তালিকায় আরও রয়েছেন বলিউডের শক্তিশালী অভিনেতা অনুপম খের এবং কণ্ঠশিল্পী উদিত নারায়ণ। তারা পাচ্ছেন পদ্মভূষণ। এ ছাড়া উচ্চাঙ্গসংগীত শিল্পী গিরিজা দেবী পাচ্ছেন পদ্মবিভূষণ।
আজ মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে তাদের হাতে এই সম্মাননা প্রদান করবেন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













