বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৮ ২১:২৪:০৩


বিশ্ববাজারে গত সপ্তাহজুড়ে বড় ধরণের দরপতন হয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের। এ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্সে ৩০ ডলারের উপরে কমেছে স্বর্ণের দাম। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের ওপর।

তবে, বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন এমন পতন হলেও গত দুই সপ্তাহের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বিশ্ববাজারে দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দামে কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখবো। যদি এ সময়ে স্বর্ণের দাম কমার  ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দাম কমানোর সিদ্ধান্ত নেবো।

সানবিডি/এনজে