পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১আর:২ অনুপাতে অর্থাৎ দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয় শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। ১৮ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধনের সোনালি পেপারের শেয়ার দর শনিবার (১৮ সেপ্টেম্বর) দাড়িঁয়েছে ৪৫২.৫০ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস