২ শতাংশ স্বর্ণ উৎপাদন কমেছে রাশিয়ার,বেড়েছে রৌপ্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২০ ১৪:০৫:০৪

বর্তমানে বিশ্বে স্বর্ণ উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ রাশিয়া। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটির স্বর্ণ উৎপাদন প্রায় ২ শতাংশ কমেছে। তবে স্বর্ণ উৎপাদন কমলেও রৌপ্য উৎপাদন বেড়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর আরটি।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের তথ্য বলছে, বছরের প্রথম ছয় মাসে রাশিয়া সব মিলিয়ে ১৩৫ দশমিক ৫১ টন স্বর্ণ উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম। রাশিয়ান পরিশোধকদের থেকে নেয়া কাঁচামাল সরবরাহের তথ্যের ভিত্তিতে স্বর্ণ উৎপাদনের পরিমাণ নিরূপণ করা হয়েছে।
মোট উৎপাদিত স্বর্ণের মধ্যে বছরের প্রথমার্ধে খনি থেকে উত্তোলন করা হয়েছে ১১২ দশমিক ৬১ টন। গত বছরের একই সময়ে উত্তোলন করা হয়েছিল ১১৬ দশমিক ৩৮ টন। অলংকারসহ স্বর্ণজাত অন্যান্য পণ্যের উৎপাদন দাঁড়িয়েছে ৭ দশমিক ৪২ টনে। গত বছরের প্রথমার্ধে উৎপাদন করা হয় ৮ দশমিক ২৭ টন স্বর্ণজাত পণ্য। অন্যান্য উৎপাদন কমলেও সেকেন্ডারি গোল্ড উৎপাদন বেড়েছে। বছরের প্রথম ছয় মাসে ১৫ দশমিক ৪৮ টন সেকেন্ডারি গোল্ড উৎপাদন করা হয়। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ১৩ দশমিক ৪৫ টন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













