

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিযোগিতার পর্দা ওঠে। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা মাঠে গড়ায়। বাংলাদেশ সময় সকাল ৯ টায় প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষায় নামে মেহেদি হাসান মিরাজের দল।
প্রোটিয়া পেসার ড্যান গালিমের বল দিয়ে সূচনা ঘটে বিশ্বকাপের এবারের আসরের। উদ্বোধনী দুই ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন নামেন সাইফ হাসান ও পিনাক ঘোষ। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে নাজমুল হাসান শান্তর ফিফটিতে ভর করে ভালো অবস্থানে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ২৪০ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশ ।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হোঁচট খায় সাইফ হাসানকে হারিয়ে। দলের স্কোরশিটে মাত্র ৬ রান যোগ করেই ওয়ান মুলডারের বলে উইকেটরক্ষক কাইল ভেরিনের তালুবন্দি হন বাংলাদেশি এই ওপেনার। স্বাগতিকরা স্বস্তি ফিরে পায় পিনাক ঘোষ ও জয়রাজ শেখের জুটিতে। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে দুজনই সাজঘরে ফিরেছেন আক্ষেপ নিয়ে।
পিনাকের আক্ষেপটা ৭ রানের, আর জয়রাজের মাত্র ৪ রানের। ৫১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন পিনাক। কপাল মন্দ তার, রানআউটে কাটা পড়েন বাংলাদেশি এই ওপেনার। দলীয় ১০৩ রানে জয়রাজ বিদায় নেন দ. আফ্রিকার স্পিনার হোয়াইটহেডের শিকারে পরিণত হয়ে। বিদায়ের আগে ৫০ বলে ৬টি চার ও একটি ছয়ে করেন ৪৬ রান।
এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশ দলপতি খুব একটা এগোতে পারেননি। ৩৮ বলে তিনটি চারের সাহায্যে ২৩ রানে পরাস্ত হন প্রোটিয়া বোলার টনি ডে জর্জির দুর্দান্ত এক ডেলিভারিতে। দলের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৬২ রান।
কিছুটা ধীর গতি শুরু করা বাংলাদেশকে টানতে থাকেন শান্ত। তিনি প্যাভিলিয়নে ফেরেন ম্যাচের ৪৯তম ওভারে করা ওয়ান মুলডারের বলে। শান্তর ব্যাট থেকে আসে ৮২ বলে ৭৩ রান। তার মূল্যবান এই ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। এছাড়া উইকেটরক্ষক জাকির হোসেন করেন ২৫ বলে ১৯ রান। সাঈদ সরকারের ব্যাট থেকে আসে ৪ রান। মোহাম্মদ সাইফউদ্দিন (১৭) ও সঞ্জিত শাহ (২) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
৪২ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ওয়ান মুলডার। একটি করে উইকেট নিয়েছেন টনি ডে জর্জি, লোথো শিপামলা ও শন হোয়াইটহেড।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত শাহ, আবদুল হালিম ও সালেহ আহমেদ শাওন।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: লিয়াম স্মিথ, কাইল ভেরিন, ওয়ান মুলডার, টনি ডে জর্জি, রিভালদো মুনসামি, ড্যান গালিম, ফারহান সায়ানভালা, উইলেম লুডিক, লুক ফিল্যান্ডার, শন হোয়াইটহেড ও লোথো শিপামলা।
সানবিডি/ঢাকা/এসএস