পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট শেয়ারের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড। আজ সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরুন প্রসাদ পাল।
এই সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক, মাসুদুর রহমান, কোম্পানি সচিব অলি কামাল, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব স্ট্রাকচার ফাইন্যান্স সুমিত পোদ্দার।
ব্যাংকটি দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ব্যাংকটি রাইট ইস্যু করার মাধ্যমে প্রায় ৪৯৮ কোটি টাকা তুলবে।
ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে এটি নির্ভর করছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনের উপর।
এদিকে রাইট শেয়ার ইস্যু করার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর