চীনে ফের বেড়েছে কয়লা উত্তোলন।আগষ্টে জ্বালানি পণ্যটির উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। এর আগের মাসে উত্তোলন ২৬ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। মূলত সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে ঊর্ধ্বমুখী বাজারের লাগাম টেনে ধরতেই উত্তোলন বাড়ানো হয়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়, কয়লার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বেইজিং বেশ কয়েকটি খনিতে উত্তোলন পুনরায় চালু করেছে। এছাড়া নতুন কয়েকটি খনিকে অনুমোদনও দেয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক ও ব্যবহারকারী দেশ চীন।গত মাসে দেশটি ৩৩ কোটি ৫২ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়া জুলাইয়ের তুলনায়ও উত্তোলন বেড়েছে। ওই মাসে চীন ৩১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সানবিডি/এনজে