সিরাজুল মানিক
কোন এক দূর ভ্রমনে তুমি আমি
কাকতালীয় ভাবে পাশাপাশি।
তুমি জানালার ধারে আমি তোমার পাশে,
অপলকে তাকিয়ে ছিলে জানালার বাইরে
প্রকৃতির দৃশ্যে মুগ্ধ যখন তুমি
ঠিক তখন আমি মগ্ন তোমাতে।
বাসের সা সা শব্দে আর অবাধ্য বাতাসে
তোমার চুলের হালকা ছোঁয়ায়
সে যে কি শিহরণ।
তুমি যখন ঘুমিয়ে, আমি মগ্ন তোমার আলিঙ্গনে,
তোমার মুখপানে চেয়ে, রূপের রহস্যের সন্ধানে ব্যস্ত, মানবী নাকি পরী, নাকি কল্পলতা
কি নামে ডাকবো তোমায়
কাল ক্ষেপণে যখন গন্তব্যে,
তখন শুধুমাত্র কল্পলতা।
সানবিডি/এনজে