রানারের ২৫% শেয়ার ছেড়ে দিবে ব্রামার্স অ্যান্ড পার্টনার্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ২৩:১৩:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ব্রামার্স অ্যান্ড পার্টনার্স। এর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। বিএসইসির অনুমোদন পেলে বাজারের চাহিদা অনুযায়ী ব্রামার্স অ্যান্ড পার্টনার্স কাছে থাকা শেয়ার আস্তে আস্তে বাজারে ছেড়ে দিবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ কাদের।
কোম্পানির সর্ব শেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ব্রামার্স অ্যান্ড পার্টনার্স পিই ফান্ডের রানার অটোমোবাইলসের ২৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে। শেয়ারের সংখ্যা অনুযায়ী এর পরিমাণ হলো ২ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি। গতকাল ২১ অক্টোবর,২০২১ (মঙ্গলবার) এর ডিএসইতে সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। সেই হিসেবে ২৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ারের বাজার মূল্য হলো প্রায় ১৮৩ কোটি ১২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
নরডিক দেশগুলোর ব্যবসায়ীদের সমন্বিত বিনিয়োগ কোম্পানি ব্রামার্স অ্যান্ড পার্টনার্স। ২০০৮ সালে ইউরোপভিত্তিক অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজার ব্রামার্স অ্যান্ড পার্টনার্স বাংলাদেশে প্রাইভেট ইকুইটিকেন্দ্রিক ১০ কোটি ডলারের দ্য ফ্রন্টিয়ার ফান্ড গঠন করে। তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), ডিইজি, নরফান্ট ও অন্যান্য বিদেশী বিনিয়োগরীও ছিল। বিশ্বব্যাপী ব্রামার্স অ্যান্ড পার্টনার্সের আওতায় হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে। স্টকহোম, লন্ডন, সিঙ্গাপুর, নিউইয়র্ক, ম্যানিলা ও ঢাকায় তাদের কার্যালয় রয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) খালিদ কাদের বলেন, আমরা বাংলাদেশে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করে থাকি। রানারে বিনিয়োগ করেছি প্রায় ৯ বছর আগে। আমাদের বিনিয়োগ তুলে নেওয়ার জন্য পুঁজিবাজার বড় একটি মাধ্যম। রানার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে প্রায় আড়াই বছর। এক সময় না এক সময় শেয়ার বিক্রি করতে হবে। তবে শেয়ার একবারে বিক্রি করবো না।
তিনি বলেন, আমাদের শেয়ার বিক্রি করার মতো সময় এখনো আসেনি। লক ইন সময় শেষ হতে আরও ৬ থেকে ৭ মাস বাকী আছে। তবে বিএসইসির অনুমোদেনর জন্য আমরা আবেদন করেছি। বিএসইসির অনুমোদন পেলে আস্তে আস্তে বিক্রি করবো। এটি বাজারের সার্বিক অবস্থার উপর নির্ভর করবো।
প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটি এ ক্যাটাগড়িতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোধিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। মোট শেয়ারের ৫০ দশমিক ০৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ২৭ দশমিক ৫২ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২২ দশমিক ৪৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য বাজার থেকে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ৭৫টাকা করে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হয়। বাকী ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ৬৭ টাকা করে (৭৫ টাকা থেকে ১০ শতাংশ কমে) সাধারণ বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়। এর আগে বিএসইসির ৬৫০তম সভায় রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে,বাংলাদেশে ব্যবসা করছে এমন বেশকিছু প্রতিষ্ঠানে বিদেশী ফান্ড ম্যানেজার ও বিনিয়োগকারীরা প্রাইভেট ইকুইটি বিনিয়োগ করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির সেবাদাতা প্রতিষ্ঠান। এ তালিকায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশ থেকে শুরু করে রাইডশেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও, ই-কমার্স সাইট সহজ ডটকমের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
তাছাড়া সুপারশপ আগোরা, রহিমআফরোজ, রানার অটোমোবাইলসের মতো উৎপাদন খাতের কোম্পানিও রয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে এসব প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেন বিনিয়োগকারীরা। বিনিয়োগ প্রত্যাহারের অন্যতম একটি উপায় হচ্ছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তি।
রহিমআফরোজ গ্রুপের খুচরা বিক্রয় (রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেড, আগোরা) ও ব্যাটারি ব্যবসার (রহিমআফরোজ গ্লোব্যাট লিমিটেড) শেয়ারে বিনিয়োগ রয়েছে ব্রামার্স অ্যান্ড পার্টনার্স পরিচালিত ফ্রন্টিয়ার ফান্ডের। প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগকারী হিসেবে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান অনন্ত অ্যাপারেলস লিমিটেডের শেয়ার কিনেছে ফান্ডটি। দেশের ইলেকট্রনিক ও অ্যাপ্লায়েন্স বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডে শেয়ার রয়েছে তাদের হাতে। বাটারফ্লাই সম্প্রতি আইপিওতে আসার উদ্যোগ নিয়েছে।
এছাড়াও ই-কমার্স সাইট বিক্রয় ডটকমে বিনিয়োগ রয়েছে ফ্রন্টিয়ার ফান্ডের। আরো দুটি ই-কমার্স সাইট সিন্দবাদ ও কিকশা পরিচালনাকারী প্রতিষ্ঠান জিরো গ্র্যাভিটিতে বিনিয়োগ রয়েছে তাদের। ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমে বিনিয়োগ রয়েছে তাদের। প্রতিষ্ঠানটিও আইপিওতে আসার উদ্যোগ নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন প্রত্যাহার করে নেয়া পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডেও বিনিয়োগ ছিলো। তবে পপুলার থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে দ্য ফ্রন্টিয়ার ফান্ড।
চাকরিদাতা ও চাকারিপ্রার্থীদের সেতুবন্ধ করিয়ে দেয়া দেশের জনপ্রিয় জবস পোর্টাল বিডি জবস ডটকমে বিনিয়োগ রয়েছে সিক ইন্টারন্যাশনালের। গ্রামীণফোনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে জিপি আইটির বিনিয়োগ করে অ্যাকসেনচার। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) বিকাশে মানি ইন মোশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও অ্যান্ট ফিন্যান্সিয়ালের বিনিয়োগ রয়েছে। সহজ ডটকমে গোল্ডেন গেট ভেঞ্চারের ১ কোটি টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর