অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ভূমিকম্পের কারণে কেউ গুরুতর আহত হয়েছেন এমন খবর আমাদের হাতে নেই, এটি খুব ভালো খবর।
সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। যদিও এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্প অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক ও খুবই বিরক্তিকর ঘটনা।
অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান জানায়, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি। প্রথমে এর মাত্রা ৬ বলা হলেও পরে পর্যালোচনা করে দেখা যায় এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।
ভিক্টোরিয়ার স্টেট ইমার্জেন্সি সার্ভিস বাসিন্দাদের সতর্ক করে জানায়, আপনি যদি ভিক্টোরিয়ায় বসবাস করে থাকেন তবে আপনি ঝুঁকির মধ্যে রয়েছেন।ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকুন। এই সময়ে খুব জরুরি না হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
সানবিডি/ এন/আই