প্রাইম ব্যাংক সম্প্রতি একক এবং একাধিক বিআইএন (বিআইএন) এর বৈধতা নিরীক্ষার মাধ্যমে ভ্যাট অনলাইনে পরিশোধ করতে পারবে। এ আলোকে প্রাইম ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রাইম ব্যাংকের কর্পোরেট গ্রাহকবৃন্দ ২০২০ সালের ডিসেম্বর থেকে ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রাইমপে-এর মাধ্যমে ই-ভ্যাট সেবা উপভোগ করে আসছে। ব্যাংক তাঁর কর্পোরেট গ্রাহকবৃন্দদের ই-ভ্যাট সার্ভিসের অতিরিক্ত সুবিধা সম্বলিত VDS (VAT Deduction at Source) পেমেন্ট সুবিধা প্রদান করবে।
IVAS সিস্টেম ব্যবহারের মাধ্যমে, তালিকাভুক্ত কর্পোরেট গ্রাহকবৃন্দ সহজেই এবং নিরাপদে তাদের ই-ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রাইম ব্যাংক-এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রাইমপে থেকে জাতীয় রাজস্ব তহবিলে পরিশোধ করতে পারবেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক ও কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ