ফ্রান্সের সবচেয়ে সফল দল পিএসজি খুব কষ্টে জয় লাভ করেছে। লিওনেল মেসিকে ছিটকে দিয়েছে হাঁটুর চোট। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে নেইমার-কিলিয়ান এমবাপেরাও যেন নিজেদের হারিয়ে খুঁজলেন। দলের সবচেয়ে বড় নামই যখন বিবর্ণ, জয়টা তখন কঠিনই হয়ে যায়। তবে আশরাফ হাকিমির জোড়া গোল পিএসজিকে বাঁচিয়েছে পয়েন্ট খোয়ানোর হাত থেকে, মেতজের বিপক্ষে ২-১ গোলে জিতেছে প্যারিসিয়ানরা।
প্রথম গোলের দেখাটা পিএসজি পেয়ে গিয়েছিল ৫ মিনিটেই। মাউরো ইকার্দির শট ঠেকিয়ে দিলেও হাকিমির দ্বিতীয় শটটা ঠেকাতে পারেনি মেতজ রক্ষণ। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল পিএসজির কাছে। কিন্তু এমবাপের শটটা বেরিয়ে যায় লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এর মিনিট তিনেক পর আরও একটা সুযোগ নষ্ট করেন এমবাপে। এর পরের দশ মিনিটে আরও দুটো সুযোগ নষ্ট হয় পিএসজির।
এতো সুযোগ নষ্টের খেসারত ৩৯ মিনিটে দেয় দলটি। কর্নার থেকে সমতা ফেরায় মেতজ। এর একটু পর আরও এক গোল হজম থেকে রক্ষা পায় পিএসজি। কেইলর নাভাস দারুণ এক সেভ দিয়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন।
প্রথমার্ধে একগাদা গোল নষ্ট করেছেন এমবাপে। বিরতির পর যেন সেই ‘উৎসবে’ যোগ দেন নেইমার। ৫৪ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন, ৬৬ মিনিটে আরও একটা। ফলে টানা ছয় জয়ের পর ড্রয়ের শঙ্কা মাথাচাড়া দিয়ে ওঠে পিএসজি শিবিরে।
তবে শেষমেশ দলকে সে শঙ্কা থেকে মুক্ত করেছেন সেই হাকিমি। অন্তিম সময়ে তার করা গোলেই জয় পায় ফ্রান্সের সবচেয়ে সফল দলটি। এর ফলে টানা সপ্তম জয়টিও তুলে নেয় কোচ মরিসিও পচেত্তিনোর দল। সব মিলিয়ে মেতজের বিপক্ষে এটি তাদের টানা ১১তম জয়।
সানবিডি/ এন/আই