দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের বেড়েছে পেঁয়াজের পাইকারি দাম।ভারত থেকে আমদানি কমে যাওয়ায় পাঁচদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪-৫ টাকা করে দাম বেড়েছে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, পাঁচদিন আগেও বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৫-২৭ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম বেড়ে ২৯-৩২ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
এব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। মাঝে দু-একদিন দক্ষিণ ভারতের বেলোরি জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। ইন্দোর জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৯ টাকায়। কিছু পেঁয়াজ সাড়ে ২৮ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। পাঁচদিন আগে এ জাতের পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ২৫ টাকা। অন্যদিকে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। পাঁচদিন আগেও এ জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
সানবিডি/এনজে