টানা তৃতীয় নিলামে ১ শতাংশ বেড়েছে দু্গ্ধপণ্যের বৈশ্বিক মূল্যসূচক। মূলত নিউজিল্যান্ডের প্রধান রফতানি পণ্যটির চাহিদায় ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকায় দুগ্ধপণ্যের দাম বাড়ছে। গ্লোবাল ডেইরি ট্রেডের সর্বশেষ নিলামে পণ্যটির মূল্যসূচক বৃদ্ধি পায় । এর আগের নিলামে দাম বেড়েছিল ৪ শতাংশ। এটি ছিল মার্চের প্রথম নিলামের পর সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।
প্রতিমাসে নিউজিল্যান্ডে দুবার বসে গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সবচেয়ে বড় নিলাম বসে। ফন্টেরা কো-অপারেটিভ গ্রুপ নিলামের আয়োজন করে। বিশ্বের বড় বড় দুগ্ধপণ্য প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। গত মঙ্গলবার সর্বশেষ আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ২৭ হাজার ৪৯৫ টন দুগ্ধ সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২৪ হাজার ৪৭৬ টন। নিলামে দুগ্ধপণ্যের গড় দাম উঠেছে টনপ্রতি ৪ হাজার ১১ ডলার। এবারের নিলামে ১৭৫ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেন। এর মধ্যে ১১২ জন সর্বোচ্চ দামে দুগ্ধপণ্য কিনতে সক্ষম হন।
চলতি বছরের মার্চ মাসের প্রথম নিলামে বড় পরিসরে দুগ্ধপণ্যের মূল্যসূচক বৃদ্ধি পায়। এক বছরের ব্যবধানে মূল্যসূচক বাড়ে ১৫ শতাংশ। কিন্তু এর পর থেকেই ধারাবাহিক দরপতন দেখা দেয়। আগস্টের দ্বিতীয় নিলাম থেকে দৃশ্যপটে পরিবর্তন আসে। এর পর থেকেই দুগ্ধপণ্যের দামে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে।
সানবিডি/এনজে