বৈশ্বিক দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি হয়নি বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, দুর্নীতির বিষয়টিতে স্পর্শই করতে পারেননি তারা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে টিআইবির প্রতিবেদনের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে এ কথা বলেন অর্থমন্ত্রী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রতিবছর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের দুর্নীতির মাত্রা প্রকাশ করে। বুধবার সকালে প্রকাশিত তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বের ১৬৮টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
টিআইবির প্রতিবেদনের সঙ্গে প্রায় একমত প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “(দুর্নীতিতে) কোনো ইমপ্রুভমেন্ট হয়নি বলে আমার ধারণা। এই ব্যাপারটা নিয়ে আমি কথাও বলতে চাই না। দুর্নীতির ব্যাপারটাতে আমরা টাচ-ই করতে পারি নাই।” তবে দুর্নীতি কমাতে তাদের পদক্ষেপ আছে বলে জানান মন্ত্রী।
‘আর্থিক খাতের কারণে দুর্নীতির সূচকে ইতিবাচক অগ্রগতি নেই’ বলে টিআইবির পর্যবেক্ষণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “হ্যাঁ, সেটা হতে পারে।” তবে তিনি এ-ও বলেন, ‘হলমার্কসহ বিভিন্ন ঘটনায় সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা-ও বিবেচনা করতে হবে।
সানবিডি/ঢাকা/রাআ