সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ৯৩ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা লাইফের ৫৮ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইসিবি ইসলামি ব্যাংকের ৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের ৬ কোটি ৫ লাখ ৫ হাজার টাকার।
এছাড়া, গ্রামীণফোনের ৩ কোটি ৯৮ লাখ টাকার, আইএফআইসির ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ২ কোটি ২২ লাখ টাকার, জিপিএইচ ইস্পাতের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ১৫ হাজার টাকার, বে-লিজিংয়ের ৮৬ লাখ ৬০ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৮৫ লাখ ২৪ হাজার টাকার, আমরা টেকের ৭৭ লাখ ২২ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৭২ লাখ ৫০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭০ লাখ টাকার, ফর্চুন সুজের ৫০ লাখ ৪০ হাজার টাকার, আলিফ মেনুফেকচারিংয়ের ৪১ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩০ লাখ ৮০ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩০ লাখ ৩৮ হাজার টাকার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ২৯ লাখ ৭০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২২ লাখ ১১ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ২১ লাখ ৯১ হাজার টাকার, ইস্ট লেন্ডের ২০ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩ লাখ ৮৩ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১২ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১২ লাখ ১৫ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১১ লাখ ৮৫ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ১১ লাখ ৫৮ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১০ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১০ লাখ ৬২ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৯ লাখ ১০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ লাখ ৫৯ হাজার টাকার, সামরিতার ৬ লাখ ৪৩ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, বিজিআইসির ৫ লাখ ৬০ হাজার টাকার, পপুলার লাইফের ৫ লাখ ২৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ২০ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ৬ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস