অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে রাজস্ব/কর পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী এবং মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।
উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহকবৃন্দ সকল শাখার মাধ্যমে রাজস্বসহ বিভিন্ন সরকারি ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরাসরি জমা করতে পারবেন।
এএ