বর্তমানে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা এখন বাড়তির দিকে, যে কারণে বাজারও চাঙ্গা। এ অবস্থায় এলএনজির পরিবর্তে জ্বালানি তেল ব্যবহারে ঝুঁকছে অনেক দেশ। ফলে চাপ বাড়ছে জ্বালানি পণ্যটির ওপর। আর চাহিদা থাকায় উত্তোলন বৃদ্ধিতে জোর দিচ্ছে জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীদের নিয়ে গঠিত জোট ওপেক প্লাস। খবর রয়টার্স
জ্বালানি তেলের বাজার চাঙ্গা করতে ও যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখতে ওপেক প্লাস জোট গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছে সৌদি আরব ও রাশিয়া। সরবরাহ কমিয়ে জ্বালানি পণ্যটির দাম বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কোটা অনুযায়ী উত্তোলন কমিয়ে আসছিল জোটটির সদস্য দেশগুলো। তবে বতর্মানে আন্তর্জাতিক বাজার চাঙ্গা হওয়ায় বেশির ভাগ দেশই এখন উত্তোলন বাড়াচ্ছে। এমনকি জোটটির পক্ষ থেকেও উত্তোলন বাড়ানোর সম্মিলিত কোটা ঘোষণা করা হয়েছে। যদিও অনেক দেশ এখন কোটার বাইরে গিয়ে বাড়তি উত্তোলন করছে। সামনের দিনগুলোতে যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
সানবিডি/এনজে