বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বহরে যুক্ত হচ্ছে আরও ১০০টি যাত্রীবাহী বগি। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকা।
এজন্য ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি (ব্রড গেজ) এবং ৫০টি এমজি (মিটারগেজ) যাত্রীবাহী পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রী সেবার মান উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, রেলপথ মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ৩ মার্চ অনুষ্ঠিত হয় পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২৪ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
সানবিডি/এনজে