বিশ্ববাজারে চলতি বছরের শুরু দিকে তামার দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছিল। বর্তমানে কিছুটা উত্থান-পতন থাকলেও ধাতুটির বাজারদর এখনো অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। দেশে দেশে তামার ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত সরবরাহ। অস্থিতিশীল বাজার। এমন পরিস্থিতিতে তামাসমৃদ্ধ দেশগুলো ধাতুটির উত্তোলন বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে পেরু।
ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপ (আইসিএসজি) সম্প্রতি তামার বৈশ্বিক চাহিদা, উৎপাদন, সরবরাহ ও দাম নিয়ে মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উত্তোলন ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। কনসেনট্রেট (তামা উৎপাদনের কাঁচামাল) উত্তোলন বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। তবে সলভেন্ট এক্সট্র্যাকশন-ইলেকট্রোওয়াইনিং ১ দশমিক ৫ শতাংশ কমে গেছে।
এ ব্যাপারে প্রতিবেদনর দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর তামা উত্তোলন খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে গত বছরের জুনে তামা শিল্প খাতে লকডাউন ও বিধিনিষেধ শিথিল করা হয়। গ্রহণ করা হয় স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক নীতিমালা। ফলে ধাতুটির বৈশ্বিক উত্তোলন পুনরুদ্ধার হতে শুরু করে। যদিও চলতি বছর করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে কিছু দেশে উত্তোলন বাধার মুখে পড়ে।
সানবিডি/এনজে