মহামারির পর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ বাড়ায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ পণ্যজট সৃষ্টি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, আগে যেখানে প্রতিদিন একশ থেকে দেড়শ ট্রাক পণ্য নিয়ে সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে যাওয়ার জন্য বেনাপোলে আসত, এখন সেটা বেড়ে দ্বিগুণ বা আরও বেশি হয়েছে।
“তিন সপ্তাহ ধরে ভারতে পণ্য রপ্তানি বেড়ে গেছে। অথচ ভারত প্রতিদিন ২১৫ ট্রাকের বেশি নিতে পারছে না। সে কারণে বন্দর এলাকায় পণ্যজট বেঁধে যাচ্ছে।”
আর এই জটের কারণে আমদানি পণ্যের ট্রাকও বেনাপোলে প্রবেশ করতে পারছে না। ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
দেশে প্রতিবছর স্থল পথে যে পরিমাণ পণ্য আমদানি হয়, তার ৭০ শতাংশ এই বেনাপোল বন্দর দিয়েই আসে। ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ২৭ লাখ ৭৭ হাজার ৬০৬ মেট্রিক টন পণ্য। আর রপ্তানি হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৪৮ মেট্রিক টন পণ্য।
২০১৮-১৯ অর্থবছরে বেনাপোল দিয়ে রপ্তানির পরিমাণ ছিল ৪ লাখ মেট্রিক টনের বেশি। তবে মহামারীর মধ্যে রপ্তানির পরিমাণ কমে যায়। দুই দেশেই সংক্রমণ কমে আসায় গত কিছুদিন ধরে রপ্তানি ফের বাড়তে শুরু করেছে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারতে প্রবেশের অপেক্ষায় গত ২০ দিন ধরে রপ্তানি পণ্যবোঝাই হাজার হাজার ট্রাক অবস্থান করছে বেনাপোল বন্দরসহ আশেপাশের প্রধান সড়কে। সংকীর্ণ সড়কে পাশাপাশি ট্রাক রেখে দেওয়ায় বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সানবিডি/এনজে