সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৬৯ বারে ৪৯ লাখ ৪৬ হাজার ২৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিক হোটেলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩২ বারে ১৬ লাখ ৯ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি’র দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩২২ বারে ১৬ লাখ ২৬ হাজার ৩৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ৬.৩৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৬.৩৯ শতাংশ, আমান ফিডের ৫.৭৫ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৫.৩৯ শতাংশ, বিডি থাইয়ের ৫.০৭ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৮৭ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস