রূপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক সম্মেলন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ ব্যবসায়িক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এছাড়াও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের জিএম মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের জিএম মো. গোলাম মরতুজা, মো. মজিবর রহমানসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এএ