বৃটেনে সংকট সামাল দিকে আগামি কয়েক দিনের মধ্যে জ্বালানি তেল পরিবহণ করবে দেশটির সেনাবাহিনী। দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশটির পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যদিও একে তিনি সরাসরি ‘সংকট’ বলতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, গত কয়েকদিন ছিল বেশ কঠিন, তবে পরিস্থিতি এখন ঠিক হচ্ছে।
এ বিষয়ে বিবিসির খবরে জানানো হয়েছে, দেশটির সামরিক বাহিনীর প্রায় ১৫০ ড্রাইভার জ্বালানি তেল সরবরাহ শুরু করার প্রস্তুতি নিয়ে আছেন। বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এই সেনা সদস্যদের এখনই মোতায়েন করা হবে কিনা? উত্তরে তিনি জানান, সেনাদের মাঠে নামাতে কিছুদিন সময় দরকার পরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামি কয়েক দিনেই সেটি বাস্তবায়ন করা হবে এবং মানুষ দেখতে পাবে সেনা সদস্যরা ট্যাংকার নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা ট্রাকের বড় সাড়ি দেখছি তবে পরিস্থিতি এখন স্থিতিশীল হচ্ছে।
সানবিডি/এনজে