মহামারি করোনা সম্পর্কিত ভুল তথ্য ছড়ানোর দায়ে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম
আরটি'র জার্মান ভাষার চ্যানেল মুছে দিয়েছে ইউটিউব। এরপর রাশিয়ায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ইউটিউব ব্লক করে দেওয়ার হুমকি দেয় রাশিয়া।
হুমকি পাওয়ার আগে ইউটিউবের মুখপাত্র বলেন, প্ল্যাটফর্মে কী অনুমোদন পাবে সে ব্যাপারে ইউটিউবের সবসময়ই পরিষ্কার কমিউনিটি গাইডলাইন রয়েছে।
ইউটিউবের দাবি, কোভিড সম্পর্কিত নীতিমালা লঙ্ঘন হচ্ছে এমন একটি কন্টেট আপলোড করেছিল আরটি। নীতিমালার কারণে প্রাথমিকভাবে আরটি'র জার্মান ভাষার চ্যানেলটিকে ‘স্ট্রাইক’ দেওয়া হয়েছিল এবং এক সপ্তাহের জন্য আপলোডে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
ইউটিউবের বরাতে রয়টার্স বলছে, ওই স্থগিতাদেশ চলাকালেই আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে আপলোড নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করেছিল জার্মান ভাষার আরটি। ফলাফল হিসেবে, ইউটিউব টার্মস অফ সার্ভিস ভাঙার দায়ে দুটি চ্যানেলই বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু, পুরো বিষয়টিকে নজিরবিহীন আগ্রাসন হিসেবে দেখছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, রাশিয়ান কর্তৃপক্ষের কাছে ইউটিউবের হোস্টিং সেবা ও জার্মান গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ ঠিক করা ও তা প্রয়োগ করার একটি প্রস্তাব এসেছে।
অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক রসকম্যান্ডজর জানিয়েছে, তারা গুগলের উদ্দেশ্যে লিখেছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ইউটিউবকে সতর্ক করেছে, তারা সহযোগিতা করতে না পারলে রাশিয়া আংশিক বা পরিপূর্ণভাবে ইউটিউবে প্রবেশাধিকার নিষিদ্ধ করবে।
সানবিডি/এনজে