মিয়ানমারের নৌ সীমান্ত থেকে সরাসরি ইয়াবা নিয়ে চট্টগ্রামে পৌঁছায় একটি নৌকা।নৌকাটিতে তল্লাশি করে ১২ রোহিঙ্গাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে তিন লাখ ৯৬ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে নগরীর পতেঙ্গায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাটিকে ধাওয়া করে আটক করে র্যাব। এরপর সেখানে তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি ১৪ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতার ১২ রোহিঙ্গা হলেন— মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), দীল মোহাম্মদ (২৩), মজিবুর রহমান (১৯), আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), বশির আহাম্মদ (২২), মঞ্জুর আলম (১৯), এবং একরাম উল্লাহ (১৯)।
এদের সঙ্গে দুজন বাংলাদেশি নাগরিকও গ্রেফতার হয়েছেন। এরা হলেন আবুল কালাম (২৭) এবং আবুল ফয়েজ (৫০)। উভয়ে নৌকার মাঝি বলে জানিয়েছেন র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল এস এম ইউসুফ।
সানবিডি/এনজে