দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া ও প্রধান রেগুলেটরি কর্মকর্তা শওকত জাহান খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকার সিটি ব্রোকারেজ লিমিটেড।
আজ বৃহস্পতিবার ডিএসইর কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিআরওকে শুভেচ্ছা জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. আফফান ইউসুফ।
এসময় ডিএসইর ডিজিএম আব্দুল লতিফ, সিটি ব্রোকারেজের হেড অব সেলস মোঃ সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ একেএম ফজলে রাব্বি এবং হেড অব করপোরেড ডিভিশন মোঃ সাইফুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।