বাংলাদেশিদের ১৬ ফেব্রুয়ারির মধ্যে ব্যবসা নিবন্ধনের সুবিধা দিল সৌদি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-৩০ ১৭:৪৯:৫০
সৌদি আরবে বসবাসরত অনেক বাংলাদেশি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অন্য নামে ব্যবসা করছেন। ওই সব ব্যবসায়ীদের আগামী বছরের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের সুবিধা দিচ্ছে দেশটির সরকার। শুধু তাই নয়, তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না, ভিসার সমস্যা থাকলে সমাধান করা হবে এবং তারা ব্যবসার মালিকানাসহ সব আইনগত সুবিধা পাবেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরবে এক ওয়েবিনারে এসব কথা বলা হয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম ওয়েবিনারে যুক্ত ছিলেন।
বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে সুয়াইলেম জানান, যেকোনও ব্যবসায়ী চাইলে তার অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন, এতে কোনও বাধা বা সীমা নেই। কেবল তাদের অর্থের উৎস দেখাতে হবে।
তিনি বলেন, সৌদি আরবে যেসব অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন, তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে নিতে হবে।
এএ