শ্রম অধিদফতরের সেবা সহজ করা, সেবাদানে স্বচ্ছতা আনা এবং ট্রেড ইউনিয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে অনলাইন ভিত্তিক ডাটাবেজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণিতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই ডাটাবেজের উদ্বোধন করেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ট্রেড ইউনিয়ন সম্পর্কিত পাবলিকলি এক্সেসেবল ডাটাবেজ উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফলতার আরও একটি পালক যুক্ত হলো।’ প্রতিমন্ত্রী এই ডাটাবেজকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের উপহার হিসেবে উল্লেখ করেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এই ডাটাবেজে দেশব্যাপী শ্রম অধিদফতর কর্তৃক নিবন্ধিত ও প্রত্যাখ্যাত সকল ট্রেড ইউনিয়ন ও নথিজাতকৃত ট্রেড ইউনিয়নের তথ্য, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলার তথ্য, অসৎ শ্রম আচরণ ও সালিশ সংক্রান্ত তথ্য, ফেডারেশন, সিবিএ নির্বাচন ও অংশগ্রহণকারী কমিটির হালনাগাদ তথ্যাদি সংরক্ষিত থাকবে।’
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো.এহছান এলাহী বলেন, ‘‘আগামী ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’ এর সংশোধনী শেষ করা হবে।’’
অনুষ্ঠানে বলা হয়, একজন ব্যবহারকারী শ্রম অধিদফতরের ওয়েবসাইট ব্যবহার করে ডাটাবেজ থেকে হালনাগাদ সকল ধরনের তথ্য দেখতে ও রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। পাবলিকলি এক্সেসেবল ডাটাবেজটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কেউ এখানকার তথ্য বিভিন্ন প্রয়োজনে যেমন- ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে, গবেষণামূলক কাজে, দেশের শ্রম পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, সফটওয়্যারটি বাংলা এবং ইংরেজি দু’টি সংস্করণেই করা হয়েছে।
অধিদফতরের বার্ষিক কার্যাবলীর প্রতিবেদন লেবার জার্নাল (ভলিউম-৩৬) এর মোড়ক উন্মোচন, প্রণীত শ্রম আইন ও বিধির সংশোধনীর খসড়া প্রস্তাব হস্তান্তর এবং শ্রম অধিদফতরের ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালুসহ সংশ্লিষ্ট কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন, শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়াসহ আইএলও-এর প্রতিনিধি, বিজিএমইএ, শ্রমিক কর্মচারী ইউনিয়ন -স্কপের নেতারা বক্তৃতা করেন।
এএ