টেকনো মিডিয়া লিমিটেড বাংলাদেশে প্রথম অটোমোটেড টেলার মেশিন (এটিএম) তৈরি করতে যাচ্ছে। আর এই কোম্পানিটিতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে ২৫০ জন শিক্ষিত তরুণের। কোম্পানিটি দেশে নিজস্ব কারখানায় দুই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন তৈরি করবে। একটি এটিএম মেশিন এবং আরেকটি হলো ক্যাশ রিসাইকেলার মেশিন (সিআরএম)।
আর এজন্য কোম্পানিটিকে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এক একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হাইটেক পার্কের জায়গা বরাদ্দের দলিল হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) দলিল গ্রহণ করেন।
এই অনুষ্ঠান শেষে যশোদা জীবন দেবনাথ বলেন, আড়াই মিলিয়ন ডলার দিয়ে কোম্পানি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এই বিনিয়োগ আরও বাড়বে। আমরাই প্রথম বাংলাদেশে এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছি। এখাতে দেশে অন্তত দুইশত কোটি টাকা বাঁচবে। এই পরিমাণ টাকার এটিএম মেশিন বিদেশ থেকে আমদানি করা হতো। এই বিপুল পরিমাণ টাকা বাঁচার কারণে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে।
সানবিডি/এনজে