লাইফ বীমার গ্রাহক ও দাবি নিষ্পত্তির তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-৩০ ২০:৫৪:৪৭

দেশের সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির গ্রাহক এবং বীমা দাবি নিষ্পত্তির তথ্য চেয়েছে আইডিআরএ। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ত্রৈমাসিকের তথ্য চাওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে নিয়ন্ত্রক সংস্থার কাছে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২১ সেপ্টেম্বর লাইফ বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
আইডিআরএ বলছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রেগুলেটরি অথরিটি সংশ্লিষ্ট ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অর্জন পরিবীক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে প্রস্তুত করতে হয়। এই প্রেক্ষিতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং বীমা দাবি নিষ্পত্তির হার নির্ধারিত ছকে পাঠাতে হবে।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











