সোমবার শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হবে। পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত দুদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল সার্ভে করে। এসময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। এরফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সকল ফেরি চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মোঃ সালাহউদ্দিন বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মোঃ আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে।
সানবিডি/এনজে