সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। আজ রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীতে নানা সামরিক সরঞ্জাম সংযোজন করে আরো আধুনিকায়ন করা হচ্ছে।
এই অনুষ্ঠানে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় সেনাপ্রধান বলেন, আজকের অভিষেকের মাধ্যমে আমি আরও গভীরভাবে এই রেজিমেন্টের সাথে সম্পৃক্ত হতে পারলাম। একজন পদাতিক অফিসার হিসেবে চাকরি জীবনে আমি সর্বদায় আভ্যন্তরীণ উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করেছি। তাই কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষণিক ও ঐকান্তিক প্রচেষ্টা হবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সকল সদস্যদের নিয়ে রেজিমেন্টের উন্নয়ন ও নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজের প্রস্তুত করা।
সানবিডি/এনজে