সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ যানজট। ফলে বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ট্রাক চালকদের অভিযোগ, বন্দরে ট্রাক টার্মিনাল না থাকায় প্রতিনিয়ত যানজট হচ্ছে। তবে গত দুইদিন বন্দর বন্ধ থাকা ও রপ্তানি পণ্যবাহী ট্রাক বেশি আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রোববার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দর থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। শত শত পণ্যবাহী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক ট্রাক দুই দিন আগে থেকে ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যানযটের কারণে পণ্যবাহী ট্রাক বন্দর থেকে বের হতে না পারায় কার্যত অচল হয়ে পড়ছে বন্দরের কার্যক্রম। ফলে বন্দরেই নষ্ট হচ্ছে আমদানি কৃত পেঁয়াজ, আদা, কাঁচা মরিচসহ বিভিন্ন পণ্য।
ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবিউল ইসলাম জানান, গত দুই দিন বন্দর বন্ধ থাকায় ট্রাকের চাপ বেড়েছে। এছাড়া আগামী কয়েকদিন পর শুরু হবে দুর্গা পূজার ছুটি। এজন্য হঠাৎ রপ্তানি বেড়েছে। ভারত থেকে আসা ট্রাক বন্দরের পার্কিংয়ে থাকলেও রপ্তানি পণ্যবাহী ট্রাক রাস্তায় রয়েছে। যানযট কতক্ষণ থাকবে তা বলা মুস্কিল।
ট্রাক চালকরা জানান, শনিবার (২ অক্টোবর) থেকে তারা রাস্তায় রয়েছেন। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানযটের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভারতে ধীর গতিতে গাড়ি প্রবেশ করছে। অবস্থার উত্তরণে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের জোর দাবি জানান তারা।
ভোমরা বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবু হাসান বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ২০-৫০ পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়। তবে সম্প্রতি রপ্তানি বেড়েছে।
ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশি পণ্য গ্রহণে ধীরগতির নীতি অনুসরণ করায় এ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া আমদানি করা পণ্য আসতে অনেক দেরি হচ্ছে।
সানবিডি/ এন/আই