পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেড আইপিও শেয়ারের ১৫ শতাংশ শেয়ার ব্যাংক কর্মীদের কাছে বিক্রি করতে পারবে।
রোববার ( ৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিয়ন ব্যাংক কর্তৃক কমিশনে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে কমিশনের নোটিফিকেশন নংবিএসইসি/ সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২৭/এডমিন//১২৭,ডেট:১৯ জুলাই ২০২১ অনুযায়ী আইপিও আবেদনের ১৫% শেয়ার ইস্যুয়ার ব্যাংকের কর্মীদের মাঝে ইস্যু সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে কমিশনের সভায় বিস্তারিত আলোচনা হয়।
এ প্রেক্ষিতে শুধুমাত্র ইউনিয়ন ব্যাংকের কর্মীদের মধ্যে ১৫ শতাংশ শেয়ার বন্টন এবং উক্ত শেয়ারের লক-ইন এর মেয়াদ ০২ (দুই) বছর নির্ধারণ করার বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ২০ সেপ্টেম্বর ১৫ শতাংশ শেয়ার ইস্যুয়ার ব্যাংকের কর্মীদের মাঝে ইস্যু সংক্রান্ত প্রস্তাব করে ব্যাংকটি।
এছাড়াও ইস্যুয়ার ব্যাংটিকে ১৫ শতাংশ সিকিউরিটিজ বণ্টন অনুযায়ী প্রস্পেক্টাসে যে সকল পরিবর্তন হবে তা সংযোজন করে নতুন প্রসপেক্টাস কমিশনে জমা দেওয়ার নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস