‘পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা থাকবে’

প্রকাশ: ২০১৫-১০-০৪ ১৯:৫২:১০


Asadujjaman-khan-kamalআসন্ন দুর্গাপূজা মণ্ডপে যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

প্রয়োজনে বিজিবি ও কোস্টগার্ডকে মাঠে নামানো হবে বলেও জানান তিনি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকার পুলিশ কমিশনা আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। গত বছরেরঅনুষ্ঠানের বিভিন্ন অভিজ্ঞতা মাথায় রেখে পূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ২ বিদেশি নাগরিক হত্যার বিষয়টি মাথায় নিয়েই দুর্গা উৎসব নির্বিঘ্নে করার প্রস্তুতি নেওয়া হবে। নিরাপত্তা দেওয়ার জন্য যত ব্যবস্থা আছে তা দেওয়া হবে। প্রয়োজনে বিজিবি নামানো হবে, কোস্টগার্ডকেও কাজে লাগানো হবে।