দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর ১০ ঘন্টা পর মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ২ মেট্রিক টন ইলিশ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ সোমবার (৪ অক্টোবর) দুপুরে ২ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রফতানির জন্য খুলনার আরিফ সি ফুড একটি ট্রাকে করে নিয়ে আসে এ স্থল শুল্ক স্টেশনে।
গত ১ অক্টোবর থেকে এ প্রথম চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় ইলিশ মাছ রফতানি শুরু হয়। ১ ও ২ অক্টোবর দুই দিনে ভারতের কৈলাশহরে ৪ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভারতে রফতানিযোগ্য ২ মেট্রিক টন ইলিশ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কাস্টমস কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবরের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রফতানির সুযোগ ছিল বলেও তিনি জানান।
প্রসঙ্গত,মা ইলিশ সংরক্ষণের জন্য ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে ইতোমধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।