সাজার মেয়াদের শেষ দিনে নীলফামারী কারাগারে রাজা ইসলাম (২৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজা ইসলাম জেলার সৈয়দপুর শহরের হাতিখানা গ্রামের মো. সেলিমের ছেলে।
জেল সুপার জাবেদ মেহেদী জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম সাজাপ্রাপ্ত রাজাকে গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) জেলা কারাগারে তাকে আনা হয়। আজ তার সাজার শেষ দিন ছিল। বিকালে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে আজ ভোর সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমল রায় জানান, হৃদরোগে আক্রান্ত হলে সকালে তাকে হাসাপাতালে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষ। এরপর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ।
এএ